আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশে আগমন
প্রশ্ন: আলেকজান্ডার কে ছিলেন?
উ: আলেকজান্ডার ছিলেন ম্যাসিডোনিয়ার রাজা।
প্রশ্ন: আলেকজান্ডার কবে মেসিডোনিয়ার সিংহাসনে আরোহণ করেন?
উত্তর: খ্রিষ্টপূর্ব ৩৩৫ অব্দে।
প্রশ্ন: ভারত শব্দের নামকরণ হয় কীভাবে?
উ: রাজা দশরথের পুত্র 'ভরত' এর নামানুসারে এর নামকরণ হয় ভারত।
প্রশ্ন: আলেকজান্ডার কোন দেশের অধিবাসী?
উ: গ্রিসের।
প্রশ্ন: আলেকজান্ডার কখন দিগ্বিজয়ে বের হয়েছিলেন?
উত্তর: খ্রিষ্টপূর্ব ৩৩৪ অব্দে।
প্রশ্ন: আলেকজান্ডারের গৃহশিক্ষক কে ছিলেন?
উ: এরিস্টটল।
প্রশ্ন: আলেকজান্ডার কখন পারস্য অভিযানে অগ্রসর হন?
উত্তর: খ্রিষ্টপূর্ব ৩৩৪ অব্দে।
প্রশ্ন: এরিস্টটলের শিক্ষা কেন্দ্রের নাম কী?
উ: লাইসিয়াম।
প্রশ্ন: 'পারস্যের মহান রাজা' কার উপাধি?
উত্তর: আলেকজান্ডারের।
প্রশ্ন: আলেকজান্ডার ভারত বর্ষে আগমন করেন কবে?
উ: খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দে।
প্রশ্ন: আলেকজান্ডার কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তর: ব্যাবিলনে।
প্রশ্ন: আলেকজান্ডার কোন দেশের সম্রাট ছিলেন?
উত্তর: মেসিডোনিয়ার।
প্রশ্ন: আলেকজান্ডার কার পুত্র ছিলেন?
উত্তর: মেসিডোনিয়ার রাজা দ্বিতীয় ফিলিপের।
প্রশ্ন: সিংহাসনে আরোহণের সময় আলেকজান্ডারের বয়স কত ছিল?
উত্তর: ২০ বছর।
প্রশ্ন: আলেকজান্ডার কখন ভারত আক্রমণ করেন?
উত্তর: খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকে।
প্রশ্ন: কবে তিনি পারস্য সাম্রাজ্য আক্রমণ করেন?
উত্তর: খ্রিষ্টপূর্ব ৩৩১ অব্দে।
প্রশ্ন: পারস্যের রাজধানীর নাম কী ছিল?
উত্তর: পার্সি পলিস।
প্রশ্ন: আলেকজান্ডার কবে সমগ্র পারস্য ও আফগানিস্তান দখল করেন?
উত্তর: খ্রিষ্টপূর্ব ৩২৮ অব্দে।
প্রশ্ন: কখন তিনি তক্ষশীলায় প্রবেশ করেন?
উত্তর: খ্রিষ্টপূর্ব ৩২৬ অব্দে।
প্রশ্ন: আলেকজান্ডারের প্রধান সেনাপতির নাম কী?
উত্তর: সেলুকাস।
প্রশ্ন: আলেকজান্ডার কবে ভারত ত্যাগ করেন?
উত্তর: খ্রিষ্টপূর্ব ৩২৪ অব্দে।
প্রশ্ন: আলেকজান্ডার কোন দেশের অধিবাসী?
উত্তর: গ্রীসের।
প্রশ্ন: আলেকজান্ডার কতদিন ভারতে থাকেন?
উ: খ্রিস্টপূর্ব ৩২৬ অব্দ থেকে ৩২৫ অব্দ পর্যন্ত।
প্রশ্ন: আলেকজান্ডার প্রথম কোথায় আক্রমণ করেন?
উ: হিন্দুকুশ পর্বত অঞ্চলে।
প্রশ্ন: এরিস্টটলের গৃহশিক্ষক কে ছিলেন?
উত্তর: প্লেটো।
প্রশ্ন: প্লেটোর গৃহশিক্ষক কে ছিলেন?
উত্তর: সক্রেটিস।
প্রশ্ন: আলেকজান্ডারের ভারত আক্রমণ প্রাক্কালে সৈন্যের সংখ্যা ছিল কত?
উ: চল্লিশ হাজার।
প্রশ্ন: আলেকজান্ডার কখন মৃত্যুবরণ করেন?
উ: খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দে।
প্রশ্ন: আলেকজান্ডারের প্রধান সেনাপতির নাম কী?
উ: সেলিওকাস।
প্রশ্ন: আলেকজান্ডার কোথায় মৃত্যুবরণ করেন?
উ: ব্যাবিলনে।
